জাতীয়

মিরপুরে অগ্নিকাণ্ড: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন, আর্থিক সহায়তা ঘোষণা

রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এছাড়া আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে এ সহায়তা প্রদান করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

তদন্ত কমিটি দুর্ঘটনার পেছনে কারও গাফিলতি ছিল কি না, ক্ষয়ক্ষতির মাত্রা, আহত ও নিহতদের তালিকা তৈরি এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে সুপারিশ দেবে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরের আগে রূপনগরের একটি গার্মেন্টস ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মিরপুর #অগ্নিকাণ্ড #মিরপুরে আগুন