দুর্ঘটনা

মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে দগ্ধ হয়ে নিহত ৯

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে পোশাক কারখানা ও কসমিক ফার্মার একটি কেমিক্যাল গোডাউনে আগুনে দগ্ধ হয়ে ৯ জন নিহত হয়েছেন। অগ্নিকান্ডে দগ্ধ হয়েছে আরও ৮ জন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কেমিক্যাল গোডাউন থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম

তিনি জানান, গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বিভিন্ন ধরণের রাসায়নিক থাকার কারণে কেমিকেল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রাথমিকভাবে মনে হয়েছে শুরুতে গোডাউনটিতে একটি বিস্ফোরণ ঘটে। পরে কেমিক্যালের বিষক্রিয়ায় ওই ৯জন মৃত্যুবরণ করেছেন।  ওই গোডাউনের ৩০০ গজের মধ্যে কাউকে যেতে নিষেধ করেছেন এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।

লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, লাশগুলো পাওয়া গেছে পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায়। ওই পোশাক কারখানায় এখনও তল্লাশি চলছে। 

তিনি আরও বলেন, গোডাউনের ভিতরে এখনও আগুন জ্বলছে। বিষক্রিয়ার ঝুঁকি থাকায় তারা ড্রোন এবং মনুষ্যবিহীন যন্ত্র ব্যবহার করে আগুন নির্বাপন ও কেমিক্যাল অপসারণের কাজ চলছে। 

এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান ,  রূপনগরে পোশাক ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে।  আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এই দুই স্থাপনার আশপাশে আরও অনেক কারখানা আছেএসব কারখানায় আগুন লাগার কারণে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মিরপুর #আগুন