বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট নিয়ে দুটো আলোচনা আছে। সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একসঙ্গে হওয়ার ব্যাপারে কোনও কোনও দলের মত আছে। আমরা বলেছি এ দুটো আলাদা করার জন্য। কারণ দুটো আলাদা বিষয়।
সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ তাহের বলেন, দুটো ভোট একসঙ্গে হলে সমস্যা যেটা হবে প্রত্যেকে জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার বিষয়েই মনোযোগ দেবে। এটিই প্রাধান্য পাবে না। আরেকটা বিষয় হচ্ছে কোথাও ভোট কেন্দ্র দখল হলে গণভোটও দখল হবে। তাই দুটি নির্বাচন আলাদাভাবে করার প্রস্তুতি নেওয়ার কথা ইসিকে বলা হয়েছে। একসঙ্গে হলে সময়ের বিষয়ও আছে। ইসি বলেছেন সরকার যেটা সিদ্ধান্ত নেয় তারা সেটা বাস্তবায়ন করবো।
তিনি বলেন, দুটি নির্বাচন আলাদা হলে মানুষ আলাদা ভোট দেবে। আর এক সঙ্গে দু’টো ভোট হলে এবং ঝামেলা হলে আম ছালা দু’টোই যাবে। এ জন্য জামায়াত নভেম্বরে গণভোট করার প্রস্তাব দিয়েছে।
তিনি আরও বলেন, ‘আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে। ২১ দিন, ১৭ দিনের তফাতেও গণভোট হয়েছে। এখানে মার্কা নেই, মিছিল মিটিংয়ের কিছু নেই। তাই সংসদ নির্বাচনের আগে গণভোট হলে কোনো সমস্যা হবে না।’
এ জামায়াত নেতা বলেন, পিআর বিভিন্ন দেশে বিভিন্নভাবে বাস্তবায়ন হচ্ছে। এটা সিদ্ধান্তের বিষয়। ইসি বলছে সরকার সিদ্ধান্ত নিলে যা যা করা প্রয়োজন তারা সক্ষম আছে। তারা সে হিসেবেই প্রস্তুতি নিচ্ছে।
আই/এ