মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও আটকের প্রতিবাদে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকেই লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।
রোববার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।
এর আগে বাড়িভাড়া ও চিক্তসা ভাড়া বৃদ্ধির জন্য সোমবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা। তবে আজ দুপুরে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রেক্ষিতে কর্মসূচি একদিন এগিয়ে আনেন তারা।
শিক্ষকরা জানান, শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে পণ্ড করে দিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা কোনোভাবেই কাম্য নয়।
এদিকে শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আই/এ