বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টহল চলাকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ল্যান্স নায়েক মোঃ আক্তার হোসেন মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (১২ অক্টোবর) সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় এ ঘটনা ঘটে। এক বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, আহত বিজিবি সদস্যকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রামু সেন্ট্রাল মিলিটারি হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলমান রয়েছে। চিকিৎসকরা জানান, আহত সদস্যের অবস্থা স্থিতিশীল, তবে পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় প্রশাসন এবং বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান অব্যাহত রেখেছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। নিরাপত্তা ব্যবস্থার আওতায় সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে।
আই/এ