কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভেসে এসেছে একটি গন্ডারের মৃতদেহ। প্রায় এক মেট্রিক টন ওজনের এই গন্ডারটি ভারতের দিক থেকে বন্যার স্রোতে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেল কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভারতের বনাঞ্চলে বন্যা দেখা দেয়। এতে বিভিন্ন প্রাণী ভেসে যায় নদীতে। কাঠ, মৃত গরু, সাপ ও মাছের সঙ্গে গেল ৬ অক্টোবর সন্ধ্যায় একটি মৃত গন্ডারও ভেসে আসে। ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর এলাকার দুধকুমার নদে চরে আটকে যায় গন্ডারটির মৃতদেহ।
ধারণা করা হচ্ছে, বন্যার পানিতে ডুবে প্রাণ হারায় গন্ডারটি এবং স্রোতের টানে বাংলাদেশে ভেসে আসে।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু আঞ্চলিক জাদুঘরের কিউরেটর জুয়েল রানা ও উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেহের পচন প্রক্রিয়া শেষ হলে হাড়গোড় সংগ্রহ করে জাদুঘরে সংরক্ষণ করা হবে।
এমএ//