দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে ৩ দিনে তিন জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত সাইফুল উপজেলার চড়ুইমুড়ি এলাকার জাফর ইসলামের ছেলে। এনিয়ে গত তিন দিনে উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু হলো।

আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী  সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন,ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।  পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ৪ অক্টোবর একই ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরদিন ৫ অক্টোবর বিকেলে উপজেলার চরঘাটিনা এলাকায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ আলহাজ নামের এক গাছ কাটার শ্রমিকের মৃত্যু হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ