রাজধানীর ধানমন্ডি লেক থেকে ১৮ বছর বয়সী ওমর ফারুকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (০৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা লেকে দেহ ভাসতে দেখলে পুলিশকে খবর দেন। পরে ধানমন্ডি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ওমর ফারুক হাজারীবাগ বউবাজার ট্যানারি মোড় এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে।
পরিবারের বরাত দিয়ে ধানমন্ডি থানার এসআই মো. খলিলুর রহমান জানান, শুক্রবার দুপুরে ওমরের মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। সেই বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরেননি। ওমর ফারুক সাঁতার জানতেন না।
পুলিশ জানিয়েছে, কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈনু মারমা বলেন, এটি হত্যা না আত্মহত্যা—এটি ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
এমএ//