কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ২ হাজার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (০৫ অক্টোবর) সকালে উখিয়া থানা পুলিশের একটি দল উপজেলার পালংখালীর মরা গাছতলা সড়ক এলাকায় এ অভিযান চালায়। এ সময় ২টি ওয়ান শুটারগান, ৫টি কার্তুজ এবং ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দীন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, বালুখালীর মো. কায়সার (২১), ফরিদ আলম (৪৭), আশ্রিত রোহিঙ্গা ফোরকান (২৩) ও আব্দুল কাদের (২০)।
এএসপি জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এমএ//