আন্তর্জাতিক

ইসরাইলি বাধা উপেক্ষা

গাজার জলসীমায় ফ্লোটিলার নৌকা

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণ বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ (জিএসএফ) এর একটি নৌযান ইতোমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে। খবর আলজাজিরা।

লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের নৌযানটি বৃহস্পতিবার (০২ অক্টোবর) গাজার উপকূলে পৌঁছেছে। তবে এটি ইসরাইলি বাহিনী আটক করতে পেরেছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এর আগে কমপক্ষে ৪৭টি নৌযান গাজার দিকে রওনা দিয়েছিল। বর্তমানে ইসরাইলি কমান্ডোদের অভিযান চালানোর পর কার্যকর নৌযানের সংখ্যা ২৪-এ নামিয়ে এসেছে। এর মধ্যে কয়েকটি নৌযান ইতোমধ্যেই গাজার জলসীমার কাছে অবস্থান করছে।

ইসরাইলি বাহিনী ইতোমধ্যেই বহরের ১৩টি নৌযান অবৈধভাবে আটক করেছে। এই নৌযানগুলোতে থাকা ৩৭টি দেশের ২০০-এর বেশি অধিকারকর্মীকে ইসরাইলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এর বৃহত্তম জাহাজ ‘কনসায়েন্স’ এর অভিযাত্রী হিসেবে গাজার পথে আছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এর মুখপাত্র সাইফ আবু কেশেক জানিয়েছেন, আটককৃতদের মধ্যে স্পেন থেকে ৩০ জন, ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছে। সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও তাদের মধ্যে রয়েছেন।

বহরের অন্যান্য ৩০টি নৌযান ভূমধ্যসাগর পেরিয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখছে। অংশগ্রহণকারীরা ইসরাইলি সামরিক বাধা সত্ত্বেও গাজায় অবরোধ ভাঙার মিশন চালাচ্ছেন।

এর আগে বহরের ‘ইউলারা’ নামের নৌযানকে ইসরাইলি বাহিনী জলকামান দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। ফ্লোটিলার আয়োজকরা এটি অবৈধ আক্রমণ ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছেন।

নৌবহরে বর্তমানে ৪০টির বেশি ছোট-বড় নৌযান রয়েছে। এতে প্রায় ৪৪টি দেশের ৫০০ জনের বেশি মানুষ অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, অধিকারকর্মী এবং ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি। 

প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর তিউনিসিয়া, ইতালির সিসিলি এবং গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌযান যুক্ত হয়।

যাত্রাপথে ইসরাইলি পক্ষের বাধা ও রক্তচক্ষু উপেক্ষা করে নৌবহরগুলো গাজার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ইসরাইল #ফ্লোটিলা