রাজধানী

মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

রাজধানীর মুগদা এলাকায় মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল। বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুগদা মদিনাবাগের ময়লা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান গণমাধ্যমকে জানান, ‘নিয়মিত মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে পেছন থেকে অতর্কিতভাবে হামলা করা হয়। এসআই রাসেলকে গুরুতরভাবে আহত হয়েছেন।‘

আহত এসআইকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ওসি আরও জানান, বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে এবং এখনও জ্ঞান ফেরেনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #হামলা #মাদকবিরোধী অভিযান #পুলিশের ওপর হামলা