দেশজুড়ে

সাবেক এমপির বাড়িতে আবারও আগুন

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর উত্তর তেহমনী এলাকায় অবস্থিত পরিত্যক্ত বাড়িতে বুধবার (০১ অক্টোবর) বিকেলে আবারও আগুন দেওয়া হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, বিক্ষুব্ধ জনতা বাড়ির নিচতলা আগুনে লাগিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে অনেক মানুষ উত্তর তেহমনীতে জড়ো হয়ে কয়েক মিনিটের মধ্যে বাড়ির নিচতলায় আগুন ধরিয়ে দেয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ গণমাধ্যমকে বলেন, ‘গেল ৪ আগস্ট বাড়িটি পোড়ানো হয়েছিল। আজ আবার সেখানে আগুন লাগার খবর পেয়েছি।’

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে তদন্ত ও জড়িতদের শনাক্তে কাজ করছে। ইতোমধ্যে সিসি টিভির ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আরও সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থান চলাকালে ৫ আগস্টের আগেরদিন পাঁচতলা ওই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, নুর উদ্দিন চৌধুরী বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাই পরিবারের কেউ বাড়িতে উপস্থিত ছিলেন না।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আগুন #সাবকে এমপি #সাবেক এমপির বাড়িতে আগুন