দেশজুড়ে

রাজশাহীতে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে দুই উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলোগোদাগাড়ী উপজেলার মাথাভাঙ্গা গ্রামের রুহুল আমিনের দুই বছর বয়সী মেয়ে কারিমা খাতুন এবং একই এলাকার রাব্বুলের দুই বছর বয়সী ছেলে রাফি পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামের রনির ২০ মাস বয়সী শিশুসন্তান রাশাদ এবং নন্দনপুর তেলিপাড়া গ্রামের সাইদুর ইসলামের ছেলে মুসা (৫)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ও দুপুরে এসব ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার সকালে খেলার সময় বাড়ির পাশের ছোট পুকুরে পড়ে যায় শিশু দুটি। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামের শিশু রাশাদ খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করেন। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ছাড়াও পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নন্দনপুর তেলিপাড়া গ্রামের শিশু মুসা সোমবার বেলা ১২টায় বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পড়ে মারা গেছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী