আনুপাতিক (পিআর) পদ্ধতির দাবিতে চলমান আন্দোলন কিংবা রাজনৈতিক দলের প্রতীক নিয়ে তৈরি জটিলতা আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহিদ সাটুহল মিলনায়তনে সিবিটিইপি প্রকল্পের আয়োজনে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আনোয়ারুল সরকার বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং বিদ্যমান আইন মেনেই সব কাজ পরিচালিত হচ্ছে। আইন বহির্ভূত কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তাই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত।
তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় এবার নির্বাচনকালীন দায়িত্বে যেন অনিয়মে জড়িত ব্যক্তিরা না থাকেন, সে বিষয়ে কমিশন সতর্ক রয়েছে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এমএ//