জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর, ব্যাংকিং ও রাজস্ব খাত সংস্কার, চট্টগ্রাম বন্দর পুনরুজ্জীবন, আঞ্চলিক অর্থনৈতিক সংহতি এবং তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়।
এছাড়া, চুরি যাওয়া কয়েক বিলিয়ন ডলার সম্পদ উদ্ধারের বিষয়েও মতবিনিময় হয়।
গেল ১৪ মাসে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন অজয় বাঙ্গা। অপরদিকে, ড. ইউনূস বিশ্বব্যাংকের অবিচল সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে চুরি হওয়া অর্থ উদ্ধারে সহায়তা ও চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে সমর্থন চেয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর উন্নয়ন এশিয়ার আঞ্চলিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হতে পারে। এর সুফল পাবে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো।
এসময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।
এমএ//