রাজধানীর টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গেল ২২ সেপ্টেম্বরের ওই দুর্ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে নুরুল হুদাসহ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মী মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের মধ্যে নুরুল হুদার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।
তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। দুই সন্তানের জনক নুরুল হুদার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।
এর আগে মঙ্গলবার একই ঘটনায় আহত ফায়ারফাইটার শামীম আহমেদ মারা যান। এ নিয়ে টঙ্গীর কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু হলো। ফায়ার সার্ভিস জানিয়েছে, আহত চারজনের মধ্যে এখনো দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
এমএ//