টঙ্গীতে রাসায়নিকের গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৪ ফায়ার সার্ভিস কর্মীর ৩ জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরের শতভাগ পুড়ে গেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘টঙ্গীতে দগ্ধ দুজন ফায়ার ফাইটারের শরীরের শতভাগ পুড়ে গেছে। আরেকজনের শরীরের ৪২ শতাংশ দগ্ধ।’
এদের মধ্যে অফিসার জান্নাতুল নাঈমের শরীরের ৪২ শতাংশ, ফায়ার ফাইটার নুরুল হুদার ১০০ শতাংশ, শামীম আহম্মদের ১০০ শতাংশ ও জয় হাসানের শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, অন্য যে কোনো সময়ের মতো আগুনের খবর পেলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে কাজ শুরু করে। আজও তারা একই কাজ করে, কিন্তু তারা জানতে পারেনি যে, এখানে রাসায়নিকের গুদাম রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হয় ফায়ার ফাইটাররা।
এদিকে এ ঘটনায় দগ্ধ আলামিন হোসেন বাবু নামে এক দোকান কর্মচারির চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন বিভাগে। তারও শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।
আই/এ