সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় সুলতান মাহমুদ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি বিকেলে কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের ১৭ বছরের মানসিক প্রতিবন্ধী কিশোরী রান্নার জ্বালানি সংগ্রহ করতে গেলে প্রতিবেশী সুলতান মাহমুদ কৌশলে তাকে নিজের বাড়িতে ডেকে নেয়। পরে ঘড়ে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে কিশোরী ঘটনাটি পরিবারকে জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করা হয়। কিন্তু আসামি মামলা না করার জন্য বাদীপক্ষকে হুমকি দিতে থাকে। একপর্যায়ে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ভিকটিমের বাবা আব্দুল মান্নান বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে একই বছরের মে মাসে পুলিশ আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
আই/এ