বাংলাদেশ ব্যাংকের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার ডাকাতির টাকাগুলো ফেরত আসার পথে বড় অগ্রগতি হয়েছে। ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে দেশটির আদালত।
রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি জানান, রিজার্ভ চুরির মামলায় আদালতের আদেশে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) অর্থ জব্দ করা হয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের হিসাবে থাকা প্রায় ১০১ মিলিয়ন ডলার জাল সুইফট বার্তার মাধ্যমে চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো ২০ মিলিয়ন ডলার ফেরত এলেও বাকি ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসির জুপিটার শাখার ভুয়া হিসাবে জমা হয় এবং পরে ক্যাসিনোতে পাচার করা হয়।
এ ঘটনাকে ইতিহাসের অন্যতম বড় সাইবার ডাকাতি হিসেবে ধরা হয়। বাংলাদেশ ব্যাংক এ ঘটনায় মামলা দায়ের করে। এ ঘটনায় ফিলিপাইনসহ বিভিন্ন দেশে তদন্ত শুরু হয়।
দীর্ঘ তদন্ত শেষে ফিলিপাইনের আদালত আরসিবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া ডিগুইটোকে মানি লন্ডারিংয়ের দায়ে দোষী সাব্যস্ত করে।
এমএ//