কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনায় প্রাণ হারিয়েছেন উখিয়ার যুবক মাহমুদুল্লাহ (৩০)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন।
মাহমুদুল্লাহ উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। তিনি ব্যক্তিগত কাজে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ডাকাতদের হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
স্থানীয়রা জানায়, কয়েক সপ্তাহ আগেই রোগে আক্রান্ত হয়ে তার স্ত্রী মারা যান। তার বাবা-মা আগেই মারা গেছেন। মাহমুদুল্লাহ মৃত্যুতে তার দুই শিশুসন্তান সম্পূর্ণ অনাথ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, ডাকাতরা গভীর রাতে মহাসড়কের মালুমঘাট এলাকায় রশি টেনে মোটরসাইকেল থামায় এবং যাত্রীদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন মাহমুদুল্লাহ। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনার তদন্ত চলছে। দায়ীদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায়ই ডাকাতরা সক্রিয় হয়ে ওঠে। গভীর রাতে যাত্রীদের গাড়ি থামিয়ে লুটপাট ও হামলার ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।
এমএ//