বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দীন টগরকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৩। টগর সাজাভোগকালে বিশেষ বিবেচনায় ২০২০ সালের ২০ আগস্ট কাশিমপুর কারাগার থেকে মুক্তি পায়। মুক্তির পর মুগদা থানায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আজিমপুর থেকে মুশফিক উদ্দীন টগরকে গ্রেপ্তার করে র্যাব। আজ শুক্রবার কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারের সময় টগরের কাছ থেকে ৩২ মি.মি. রিভলবার, একটি ম্যাগাজিন, কাঠের পিস্তলের গ্রিপ, ১৫৫ রাউন্ড (২২ রাইফেল) গুলি, ৭.৬২ মি.মি. একটি মিসফায়ার গুলি, শর্টগানের একটি খালি কার্তুজ, দুটি মুখোশ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
লে. কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুশফিক উদ্দীন টগর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র এনে ঢাকায় বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও অস্ত্র উদ্ধার অভিযান চলছে।
এ র্যাব কর্মকর্তা বলেন মূলত অস্ত্র উদ্ধারের সময় জানতে পারে টগর সনি হত্যা মামলার আসামী।
আই/এ