চট্টগ্রামের চন্দনাইশে সিগারেটের আগুন থেকে সিলিন্ডার বিস্ফোরণে মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় ইউনুস মার্কেটের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
চন্দনাইশ ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, সাতকানিয়ার চরতী ইউনিয়নের ওই দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোডের সময় এক শ্রমিক সিগারেট খাচ্ছিলেন। এ সময় হঠাৎ আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের ১০ জন শ্রমিক আগুনে দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
এসি//