দেশজুড়ে

নিজ বাড়িতে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

বায়ান্ন প্রতিবেদন

বগুড়ার শিবগঞ্জে নিজ বাড়িতে মা-ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর এলাকার একটি বাড়ি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, মালয়েশিয়া প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম এবং তার ১৫ বছর বয়সী ছেলে ইমরান আলী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রতিবেশীরা বাড়ির সামনে এসে সাড়া শব্দ না পেয়ে ভেতরে ঢুকে রানীর মরদেহ বারান্দায় এবং ইমরানের দেহ শয়নকক্ষে পড়ে থাকতে দেখে। তাদের হাত-পা বাঁধা ছিল, এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে রানী ও ইমরানকে কুপিয়ে হত্যা করে। তবে, হত্যার কারণ বা মোটিভ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ তদন্তে নেমেছে এবং বিভিন্ন সম্ভাব্য কারণ নিয়ে তদন্ত চালাচ্ছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, মা-ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে এবং তাদের ধরতে অভিযান চালাচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া #হত্যা