ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাকিবুল হাসান। ফলাফল এলো চমকপ্রদ- তিনি পেলেন মাত্র একটি ভোট! মজার ব্যাপার হলো, সেই একটিও নিজের দেয়া নয়। এখন তিনি খুঁজছেন সেই রহস্যময় ভোটারকে।
রাকিবের ভাগ্যে পাওয়া একমাত্র ভোটটি এসেছে রোকেয়া হল থেকে। অর্থাৎ, একজন ছাত্রী তাকে ভোট দিয়েছেন। ওই ছাত্রীকে প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাকিব।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যেখানে আমি নিজেই নিজেকে ভোট দিইনি। অন্যদিকে যে বা যাহারা ভোট দিতে চেয়েছিলো তাদেরকেও ব্যক্তিগতভাবে নিষেধ করেছিলাম। তবুও রোকেয়া হলের কে যেন অতি উৎসাহী হয়ে আমায় একটা ভোট দিছে।
তিনি লিখেছেন, যাইহোক, যিনি আমাকে ভোটটা দিছেন তিনি যদি আমার বন্ধু তালিকায় থাকেন, দয়া করে আমাকে ইনবক্স করুন। আমি আপনাকে বিয়ে করতে চাই!
গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হয়। এবার ডাকসুতে ভিপি পদে লড়েছেন ৪৫ জন প্রার্থী। তারা সব মিলিয়ে ২৯ হাজার ২৫৯ ভোট পেয়েছেন। এই ৪৫ প্রার্থীর মধ্যে তিনজন মাত্র একটি করে ভোট পেয়েছেন। তারা হলেন—মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক।
আরও তিনজন প্রার্থী মো. নাছিম উদ্দীন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ দুটি করে ভোট পেয়েছেন।
তিনটি করে ভোট পেয়েছেন আরও তিনজন প্রার্থী। তারা হলেন—মো. মুদাব্বীর রহমান, মো. হেলালুর রহমান ও শাহ জামাল সায়েম।
সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হন আবু সাদিক কায়েম।
এসি//