ক্যাম্পাস

জনবল বাড়িয়ে রাতের মধ্যেই জাকসুর ফল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে জনবল বাড়িয়ে ভোট গণনা শেষ করে আজকের মধ্যেই ফল ঘোষণা করা হবে। তবে ম্যানুয়ালি পদ্ধতিতে (হাতে ভোট গণনা) গণনা চলবে

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার ও উপাচার্যের সঙ্গে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, আপনাদের অক্লান্ত পরিশ্রম ইতিহাস হয়ে থাকবে। যারা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করেছেন, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি।

এদিকে ভোট গণনার ধীর গতি নিয়ে শিক্ষার্থী ও পদপ্রার্থীরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে মেশিনে ভোট গণনার দাবি জানিয়ে, জাকসু নির্বাচন বর্জন করেন ফয়জুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার। এ সময় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জাকসু