খেলাধুলা

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

নেপালে জেন-জির গণঅভ্যুত্থান ঘিরে সহিংস পরিস্থিতি ও কারফিউর কারণে টানা দুই দিন হোটেলে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।

বাফুফে, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও সরকারের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালেই ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছান জামাল ভূঁইয়ারা। বেলা সাড়ে ১১টার পর বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় আনার ব্যবস্থা করা হয়েছে। একই ফ্লাইটে ফিরছেন বাংলাদেশ–নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও।

গেল ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে নেপালে তরুণ প্রজন্মের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। আন্দোলন সহিংস রূপ নিলে ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদত্যাগ করেন কেপি শর্মা অলি। তবে এরপরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দেশজুড়ে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুর চলতে থাকে। নিরাপত্তার স্বার্থে টানা প্রায় ২৪ ঘণ্টা বন্ধ ছিল বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট।

বাংলাদেশ দল দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়েছিল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হলেও আন্দোলনের কারণে দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায়। এ সময় কারফিউর মধ্যে টিম হোটেলের পাশেই বিক্ষোভ ও অগ্নিসংযোগ হওয়ায় খেলোয়াড়রা টানা দুই দিন হোটেলবন্দী অবস্থায় ছিলেন। অবশেষে বৃহস্পতিবার সকালে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরার পথ সুগম হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #খেলা #বাংলাদেশ #বাংলাদেশ জাতীয় ফুটবল