ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ জয় উদযাপনের জন্য দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তবে এ কর্মসূচিতে কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র্যালি আয়োজন করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি।
বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, মহান আল্লাহর অশেষ অনুগ্রহে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর বিজয়ের মাধ্যমে প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জয়লাভ করেছে। নির্বাচনে যারা বিভিন্ন প্যানেল কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন, তাদের প্রতি ছাত্রশিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর দেয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন।
শিবিরের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
১. শুকরিয়া আদায়ের অংশ হিসেবে দোয়া মাহফিল ও শব্বেদারি (রাতভর ইবাদত)।
২. শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ।
সংগঠনের সভাপতি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শিবিরের সব শাখাকে এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে। তবে একইসঙ্গে তিনি আনন্দ মিছিল, শোভাযাত্রা কিংবা র্যালি আয়োজন থেকে বিরত থাকতে অনুরোধ করেন।
অন্যদিকে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিপুল ব্যবধানে জয় পেয়েছে। সহসভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এসি//