বিনোদন

নিজের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে যা বললেন কাজল আগরওয়াল

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা কাজল আগরওয়ালকে নিয়ে সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। তবে মঙ্গলবার সকালে নিজেই জানালেন, এ ধরনের সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোস্টে কাজল লিখেছেন, ‘আমার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে গুজব রটানো হচ্ছে। আসলে বিষয়টি হাস্যকর ও সম্পূর্ণ অসত্য। আল্লাহর কৃপায় আমি সুস্থ আছি। সবাইকে অনুরোধ করছি, এমন ভুয়া খবরে বিভ্রান্ত না হয়ে ইতিবাচক ও সত্য তথ্যের ওপর গুরুত্ব দিন।’

সম্প্রতি তিনি অভিনয় করেছেন বিষ্ণু মাঞ্চু প্রযোজিত কান্নাপ্পা চলচ্চিত্রে। এর বাইরে সলমান খান ও রাশমিকা মান্দানার সঙ্গে হিন্দি সিনেমা সিকান্দার-এও দেখা গেছে তাকে।

আগামী দিনে কাজলকে দেখা যাবে কমল হাসান অভিনীত ইন্ডিয়ান ৩-এ এবং নীতেশ তিওয়ারির বিখ্যাত মহাকাব্যভিত্তিক প্রজেক্ট রামায়ণ-এ।  সেখানে তিনি রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে অভিনয় করবেন।  এ ছবিতে যশ থাকবেন রাবণ চরিত্রে, আর রণবীর কাপুর ও সাই পল্লবীকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।

ব্যক্তিগত জীবনে কাজল ২০২০ সালে গৌতম কিচলুকে বিয়ে করেন। তাদের একমাত্র ছেলে নীলের বয়স তিন বছর। সম্প্রতি পরিবারসহ মালদ্বীপে ছুটি কাটিয়ে এসেছেন এই অভিনেত্রী।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #কাজল আগরওয়াল #সামাজিক যোগাযোগমাধ্যম