রাজনীতি

জনগণের পাশে থাকতে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই : হাসনাত

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন,জনগণের পাশে থাকতে জনপ্রতিনিধি হওয়ার দরকার হয় না উল্লেখ করে হাসনাত বলেন, ‘জনগণের পাশে থাকতে এমপি, চেয়ারম্যান বা মেম্বার হওয়ার দরকার নেই। সত্য কথা বলতে, জনগণের পাশে থাকতে আপনি ভালো মানুষ হলেই যথেষ্ট। আমরা চাই আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকেন।

রোববার (০৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে এনসিপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন

হাসনাত বলেন, সত্য বলার জন্য রাজনৈতিক শেল্টারের প্রয়োজন নেই। তবে সত্য বলার পর আপনাকে যদি কেউ বাধা দেয়, কেউ যদি জুলুম করেতবে আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো।

তিনি বলেন,  এনসিপি হলো ইনসাফের পক্ষের রাজনৈতিক দল। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন, তাহলে ধরে নেবো আপনি এনসিপির পক্ষের লোক। এনসিপি করে বেইনসাফি কাজ করার কোনও সুযোগ নেই। এনসিপির নেতা হয়ে বেইনসাফি কাজ করবে, আবার প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে আসবে, সেটা আমাদের দরকার নেই।

এ এনসিপি নেতা বলেন, যেভাবে রাজনীতি করা উচিত, সেভাবেই রাজনীতি করবো আমরা। কোনও হোন্ডা-গুন্ডার রাজনীতি এনসিপিতে চলবে না। ১০টা, ২০টা, ৫০টা হোন্ডা নিয়ে এসে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করা হতো। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল যে যার পেছনে যত বেশি হোন্ডা আর গুন্ডা সে তত বড় নেতা

প্রসঙ্গত, উঠান বৈঠকে এনসিপি জেলা নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হাসনাত আবদুল্লাহ