রাজনীতি

পদত্যাগ না করলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে টেনে হিঁচড়ে নামানো হবে : রাশেদ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, প্রজ্ঞাপন দিয়ে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। হাসিনার মতো তাদেরও দেশ থেকে হটাতে হবে। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। অন্যথায় সচিবালয় ঘেরাও করে তাকে টেনে-হিঁচড়ে নামানো হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি

রাশেদ বলেন, ‘নূরের ওপর হামলাকারী পুলিশ ও সেনা সদস্যদের বিচার করতে হবে। কারণ তারা আওয়ামী দোসর। তাদের গ্রেফতার না করলে সেনাপ্রধানও দায় এড়াতে পারবেন না। ভিডিও ফুটেজ থাকলেও একজনকেও গ্রেফতার করতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘ভারত জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর ষড়যন্ত্র করছে। আমরা আগামীতে বাংলাদেশের বিষয়ে দেশটিকে নাক গলানোর সুযোগ দেব না।

এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি, জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।  এই সংহতি সমাবেশে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৩০টি রাজনৈতিক দলের নেতারা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশেদ খান