বিএনপি

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ড. ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। বিএনপির দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা। আমি আবারও বলছিযদি নির্বাচন চাই, তবে কোন ভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আজই শপথ নাও, আইনশৃঙ্খলা যেন অবনতির দিকে না যায়’’

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, সামনে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা যাতে শান্তিপূর্ণভাবে হয়, সেই দায়িত্বও বিএনপির নেতা-কর্মীদের নিতে হবে।

পরে ইসলামিয়া কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। জেলা ও উপজেলা থেকে আসা খণ্ড খণ্ড মিছিল কলেজ মাঠে এসে একত্রিত হয়। এ সময় তরুণ-তরুণীদের কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আবার কেউ বেগম খালেদা জিয়ার সাজে শোভাযাত্রায় অংশ নেয়, যা সমাবেশে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, নাজমুল হাসান তালুকদার রানা, হারুন আর রসিদ খান হাসানমির্জা মোস্তফা জামান, আবু সাইদ সুইট, ভিপি শামীম খান, শ্রী অমর কৃষ্ণ দাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  শহরের এসএস রোডে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এসময় জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্না সরদার, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #টুকু