বিভিন্ন বিতর্কের কারণে প্রায়ই শিরোনামে থাকেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সম্প্রতি জেল খাটার পর বিয়ে করেছেন তিনি এবং কিছুটা শান্ত থাকার পর আবার নিজের সঙ্গীতের জগতে ফিরছেন।
নোবেলের নতুন লুক দর্শকদের নজর কাড়ছে। দীর্ঘ চুল ও পরিবর্তিত চেহারার কারণে অনেক ভক্ত প্রথমে তাকে চিনতেই পারছিলেন না।
আগামী ২ সেপ্টেম্বর রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত কনসার্টের জন্য নোবেল একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিওতে তিনি বলেন, “হ্যালো গঙ্গাচড়াবাসী, আমি আসছি ২ সেপ্টেম্বর মঙ্গলবার। জুলাই ৩৬ গোল্ডকাপ বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা হবে, গানে গানে।”
এর আগে নোবেল কুড়িগ্রামের একটি কনসার্টে মাতাল অবস্থায় অংশগ্রহণ করেছিলেন। সেই সময় দর্শক তার দিকে জুতা ছুঁড়ে ফেলেছিলেন। এবার গঙ্গাচড়ার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই অতীতের সেই ঘটনার কথা মনে করছেন।
এসকে//