অর্থনীতি

‘নগদ’ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত!

মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতে প্রতিযোগিতা জোরদার করতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘নগদ’ কে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার সোনারগাঁও হোটেলে ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে এমএফএস খাতে কার্যত একটি বড় প্রতিষ্ঠানই কার্যক্রম চালাচ্ছে। তাই নতুন বিনিয়োগ ও প্রতিযোগিতা তৈরির জন্য নগদকে বেসরকারি খাতে দেওয়া হবে।

গভর্নর জানান, এখন ডাক বিভাগের অধীনে পরিচালিত নগদকে সেখান থেকে সরানো হবে। এই খাত পরিচালনার সক্ষমতা ডাক বিভাগের আর নেই। তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রতিষ্ঠানটিতে বড় ধরনের সংস্কার আনা হয়েছে। প্রায় দেড় কোটি ভুয়া বা অকার্যকর হিসাব বন্ধ করা হয়েছে এবং ইওসি-সংক্রান্ত অনিয়মও সমাধান করা হয়েছে।

আহসান এইচ মনসুর বলেন, নগদের প্রধান শেয়ারহোল্ডার হিসেবে একটি প্রযুক্তি কোম্পানি যুক্ত করা জরুরি। এতে প্রতিষ্ঠানটি নতুনভাবে গড়ে উঠবে এবং বাজারে যোগ্য প্রতিযোগী হয়ে উঠতে পারবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মোবাইল সেবা #নগদ #ডাক বিভাগ