বিনোদন

তবে কি বলিউডে পা দিতে চলেছে অজয় কন্যা

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগণ ও কাজলের মেয়ে নিসা দেবগণ। যদিও তারকা পরিবারের সন্তান তবে এখনও ইন্ডাস্ট্রিতে পা রাখেননি। যেখানে চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে, সাইফ আলি খানের কন্যা সারা আলি খান এবং শাহরুখ খানের কন্যা সুহানা খান ইতোমধ্যে সিনেমায় অভিষেক করেছেন, সেখানে নিসা কেন এমন সিদ্ধান্ত নিলেন?

নিসা পার্টি করতে ভালোবাসেন, তবে তার পোশাক এবং পার্টি নিয়ে বিভিন্ন সময় বিতর্কের মুখোমুখি হয়েছেন। এসব বিতর্ক তাকে পরিচিতি এনে দিয়েছে, কিন্তু সেই পরিচিতি কখনও কখনও তাকে বিড়ম্বনায়ও ফেলেছে। তারকাসন্তানদের জীবনে এমনটা প্রায়ই ঘটে একটি ছোট ভুলের কারণে প্রচুর সমালোচনা শুরু হয়ে যায়।

তবে তার মা কাজল সবসময় তাকে এই পরিস্থিতি সামলাতে শেখান। কাজল বলেন, "এসব কথা শুনে মাথা খারাপ করার কিছু নেই। আপনি কোথাও গেলেই, মানুষ কথা বলবে মন্দিরে, ক্লাবে সব জায়গাতেই সমালোচনা হবে।" ছোটবেলা থেকেই কাজল তার সন্তানদের এই কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে চলতে শিখিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান, "নিসা ২২ বছর বয়সে পৌঁছেছে এবং সে এখনই বলিউডে আসতে চায় না। তবে ভবিষ্যতে সে কী করবে, তা তার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।" নিসা এখনও চলচ্চিত্রের জগতে পা রাখতে প্রস্তুত নন, তবে সে কী সিদ্ধান্ত নেবে, তা শুধু সময়ই বলবে।

কাজল ও অজয় দেবগণ নিসার যেকোনো সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। কাজল বলেন, "যখনই কিছু সিদ্ধান্ত নিবে, সেটা তার নিজের পছন্দ হবে।"

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #অজয় দেবগন #নিসা দেবগন