দেশজুড়ে

সিলেটে সাদাপাথর লুটপাট: অভিযুক্তদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান শুরু

ছবি: সংগৃহীত ফাইল ছবি

সিলেটের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ এলাকা থেকে পাথর লুটপাটে জড়িত ব্যক্তিদের  বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সিআইডি জানায়, গণমাধ্যমে প্রকাশিত খবর ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুসারে তদন্তে নেমেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত ৫০ জন এই লুটপাটে জড়িত থাকতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশ ধ্বংস করে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে যারা এ ধরনের অপরাধে যুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গেল এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। স্থানীয় প্রশাসনের সামনে দিনে-দুপুরে এসব পাথর তোলা হয়। এ ঘটনার জন্য প্রশাসনের অবহেলা দায়ী বলে অভিযোগে তোলে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিলেট ভোলাগঞ্জ #সিলেট #ভোলাগঞ্জ #সাদাপাথর #পাথর লুট #সিআইডি