মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। ইকবাল কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে।
ইকবালের স্ত্রী ফেরদৌসি আরা জানান, দুপুরে ধান লাগানোর কাজ শেষে বাড়ি ফিরে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান ইকবাল। এসময় অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সীমানার ভেতরে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তাকে আটক করে মারধর করে। এরপর থেকে তাকে আর ফেরত দেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, সীমান্ত অতিক্রমের অভিযোগে বিএসএফ সদস্যরা ইকবালকে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিএসএফ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
৪৭ বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান বলেন, সীমান্তের ১৩২/১৫-আর পিলারের কাছে কুতুবপুর মাঠ থেকে ভারতের ৫৬ ব্যাটালিয়নের তেইনপুর ক্যাম্পের সদস্যরা ইকবালকে আটক করে। বর্তমানে তিনি বিএসএফের হাতিশালা ক্যাম্পে সুস্থ আছেন।
বিজিবি জানায়, কাথুলী কোম্পানি কমান্ডার প্রতিপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন। বিএসএফ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ইকবালকে ফেরত দেওয়া হবে। বর্তমানে তাকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।
এমএ//