জয় দিয়ে নতুন মৌসুম শুরু করলো রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল। ম্যাচে একমাত্র গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে। রিয়ালের কোচ হিসেবে লা লিগায় অভিষেকটাও জয়েই হলো জাবি আলোনসোর।
মঙ্গলবার রাতে প্রথমার্ধ গোলশূন্য ছিলো ম্যাচ। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে এমবাপ্পেকে বক্সের মধ্যে ফাউল করেন ওসাসুনার হুয়ান ক্রুজ। পেনাল্টির বাঁশি দেন রেফারি। গোল করে রিয়ালকে এগিয়ে দেন গত ফরাসি স্ট্রাইকার।
গোল খাওয়ার পর কিছুটা খোলস ছেড়ে বের হয় ওসাসুনা। ৬৩ মিনিটে দারুণ এক আক্রমণ সাজায় অতিথিরা। প্রায় সমতা এনেই ফেলেছিলেন আবেল ব্রেতোনেস। তবে শেষ মুহূর্তে বেঁচে যায় রিয়াল।
যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার আবেল ব্রেতোনেস। ১০ জনের দলে পরিণত হয়ে সব আশা শেষ হয়ে যায় ওসাসুনার।