অর্থনীতি

যুক্তরাজ্য থেকে আসছে তিন কার্গো এলএনজি, ব্যয় ১৪৪২ কোটি টাকা

ছবি: সংগৃহীত

দেশে গ্যাস সরবরাহ বাড়াতে যুক্তরাজ্য থেকে তিনটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সরকারি সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে আন্তর্জাতিক দরপত্রের ভিত্তিতে স্পট মার্কেট থেকে এই তিন কার্গো আনা হবে। প্রতিটি কার্গো সরবরাহ করবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড।

অক্টোবরের ১৯-২০ তারিখে আসা প্রথম কার্গোর জন্য প্রতি ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের দাম পড়বে ১১.৪৪ ডলার, এতে ব্যয় হবে প্রায় ৪৮০ কোটি ৬৭ লাখ টাকা।

অক্টোবরের ৬-৭ তারিখে আসা দ্বিতীয় কার্গোর প্রতি ইউনিটের দাম ১১.৩৪ ডলার, ব্যয় হবে আনুমানিক ৪৭৬ কোটি ৪৭ লাখ টাকা।

অক্টোবরের ২৮-২৯ তারিখে পৌঁছানো তৃতীয় কার্গোর ক্ষেত্রে দাম ধরা হয়েছে ১১.৫৪ ডলার, যার খরচ দাঁড়াবে প্রায় ৪৮৪ কোটি ৮৮ লাখ টাকা।

সব মিলিয়ে তিন কার্গোর জন্য ব্যয় হবে ১ হাজার ৪৪২ কোটি টাকার বেশি।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #এলএনজি #যুক্তরাজ্য #আমদানি #গ্যাস আমদানি