রাজনীতি

মব তৈরি করে ছাত্রদলের ডাকসু প্রার্থীদের নির্যাতন চেষ্টার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের মনোনয়ন নিতে গেলে ছাত্রদলের প্রার্থীদের বাধা দেয়া এবং মব তৈরি করে উস্কানির অভিযোগ করেছেন, ছাত্রদলের ঢাবি শাখার নেতারা।

সোমবার (১৮ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ অভিযোগ করেন।

নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আজ সকাল থেকেই অত্যন্ত আনন্দমুখর পরিবেশে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা মনোনয়ন ফরম নিতে যায়। তারই ধারাবাহিকতায় ফজিলাতুন্নেছা মুজিব হলে কিছু সাধারণ ছাত্রীর সঙ্গে ছাত্রদলের বোনরা বিকাল ৪টার আগে ফরম সংগ্রহ করতে যায়। ঠিক সেই সময়ে ওই হলের একদল উগ্র নারী শিক্ষার্থী তাদের মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেয়। এ সময় তারা মব উসকিয়ে দিয়ে তাদের ব্যাপকভাবে মানসিক হেনস্তা ও শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করে।

তিনি বলেন, তারা বিষয়টি ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা ও হলের প্রভোস্টকে অবহিত করেনকিন্তু ঢাবি প্রশাসন পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। ফলে ছাত্রদলের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয়। এতে তারা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেনি।

তিনি আরও বলেন, ৫ আগস্ট থেকে ছাত্রদল বলে আসছে ক্যাম্পাসে বিদ্যমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মব পরিস্থিতিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে ডাকসু নির্বাচন আয়োজন সম্ভব হবে না।

নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান তারা।

প্রসঙ্গত, ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল ছিল মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ছাত্রদল #ডাকসু