জাতীয়

জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর

বায়ান্ন প্রতিবেদন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন,জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ আগস্ট) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

খলিলুর রহমান বলেন, এই সম্মেলন হলো রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটি স্থায়ী সুযোগ। আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা-আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, এসব আমরা সেখানে নিয়ে যেতে চাই।

এ সময় সম্মেলনটির প্রস্তুতি হিসেবে আগামী ২৫শে আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথাও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কক্সবাজারের সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশবিশেষ। এই সম্মেলনটি রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথনির্দেশিকা দেয়ার একটি বড় সুযোগ।

ড. খলিলুর রহমান আরও বলেন, একসময় রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় হারিয়ে যাচ্ছিল। এ অবস্থায় প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের জন্য সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানান। তার সেই আহ্বানে তৎক্ষণাৎ সর্বসম্মত সাড়া পাওয়া যায় এবং পরবর্তীতে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনটি আহ্বানের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রোহিঙ্গা #প্রধান উপদেষ্টা #ড. খলিলুর রহমান