দেশজুড়ে

দ্রুত বাড়ছে যমুনার পানি, ডুবছে চরাঞ্চল

ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি

উজানের ঢল আর টানা বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি প্রতিদিনই বাড়ছে। দুই সপ্তাহ ধরে ধীরগতিতে বাড়লেও গত ৪৮ ঘণ্টায় হঠাৎ করেই দ্রুত বৃদ্ধি পেয়েছে পানি। এতে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। এরই মধ্যে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গেছে পানিতে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টে যমুনা নদীর পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৭ মিটার। গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে তা বিপৎসীমার মাত্র ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগের দুই দিনেও প্রায় একই হারে পানি বেড়েছিল।

একই সঙ্গে ফুলজোড়, করতোয়া, হুড়া সাগরসহ জেলার ভেতরের ছোট নদ-নদীগুলোতেও পানি বাড়তে শুরু করেছে। তবে এখনো বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

অন্যদিকে কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০৪ মিটার, যা বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচে। এখানেও প্রতিদিন ২২-২৪ সেন্টিমিটার হারে পানি বাড়ছে।

পানি বৃদ্ধির কারণে কৃষকেরা পড়েছেন সবচেয়ে বিপাকে। সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কৃষক লতিফ সরকার জানান, “চরাঞ্চলের জমি একে একে তলিয়ে যাচ্ছে। সদ্য রোপা আমন ধান, মরিচ, সবজি সবই পানির নিচে। ক্ষতির পরিমাণ প্রতিদিনই বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, “উজান থেকে নেমে আসা ঢল আর কয়েকদিনের ভারি বৃষ্টিতে যমুনার পানি ক্রমেই বাড়ছে। নিম্নাঞ্চলের জমি তলিয়ে গেলেও পানি বিপৎসীমা অতিক্রম করবে না বলে আশা করছি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #যমুনা