ধর্ম

আজ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী

বায়ান্ন প্রতিবেদন

আজ শনিবার (১৬ আগস্ট) সনাতন হিন্দু সম্প্রদায়ের পবিত্র উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে। দেশের হিন্দু ধর্মাবলম্বীরা আনন্দ ও ভাবগাম্ভীর্যের মধ্যে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসটি বিশেষভাবে পালন করছেন।

হিন্দু ধর্মের মতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। তার জন্ম হয় অত্যাচারী রাজা কংসের কারাগারে। শ্রীকৃষ্ণের উদ্দেশ্য ছিল ধরাধামে শান্তিপ্রিয় সাধুজনদের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন। তিনি সর্বদা শিষ্টের পালন এবং দুষ্টের দমন করে গেছেন, যার জন্য সারা বিশ্বের হিন্দুরা তাকে ভগবান হিসেবে পূজা করেন। সনাতন ধর্মে বলা হয়, যখন পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পায় এবং ধর্মপ্রাণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন শ্রীকৃষ্ণ অবতার রূপে আসেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে, বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা সবাই মিলে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে।” তিনি আরও বলেন, “শ্রীকৃষ্ণ তার জীবনে ন্যায়, মানবপ্রেম এবং শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে আরও শক্তিশালী করবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি।”

এ বছরেও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল আয়োজন করেছে। মিছিলটি আজ বেলা ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হবে এবং এতে তিন বাহিনীর প্রধানরা উপস্থিত থাকবেন। এরপর রাত ৮টায় শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া, পলাশী মোড় এলাকায় দুপুর ৩টায় আরেকটি কেন্দ্রীয় মিছিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আজকের দিনটি সরকারি ছুটি। বিটিভি, বেতার এবং অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলগুলো জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে, এবং সংবাদপত্রগুলোও বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #শ্রীকৃষ্ণ #হিন্দু সম্প্রদায়