আলাস্কার মাটিতে মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টায় শুরু হওয়া বৈঠকটি চলে কয়েক ঘণ্টা। এই বৈঠককে ট্রাম্প ইতিবাচক বললেও, আলোচনার টেবিল থেকে কোনো যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।
ট্রাম্প জানান, আলোচনায় যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে ভবিষ্যতে শান্তিচুক্তি সম্ভব হলেও, যুদ্ধ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেন ও ইউরোপের ওপর নির্ভর করবে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, তবে কয়েকটি বড় বিষয়ে এখনও সমাধান আসেনি। চুক্তি না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।”
পুতিনের বক্তব্যেও ছিল একই ধরনের ইঙ্গিত। তিনি বলেন, দীর্ঘস্থায়ী সমাধান চাইলে ইউক্রেন আক্রমণের মূল কারণগুলোর সমাধান করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছার কথাও জানান তিনি।
পুতিনের জানান, “আজকের বৈঠক কেবল ইউক্রেন সংকট নয়, রাশিয়া-আমেরিকার সম্পর্ক পুনর্গঠনেরও সূচনা।” এসময় সাবেক প্রেসিডেন্ট বাইডেনকে উদ্দেশ করে পুতিন মন্তব্য করেন, ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হয়ত শুরুই হতো না।
সংবাদ সম্মেলনের শেষ দিকে পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। জবাবে ট্রাম্প বলেন, হয়ত ভবিষ্যতে মস্কোতেই তাদের বৈঠক হতে পারে।
তবে সাংবাদিকদের নানা প্রশ্ন সত্ত্বেও দুই নেতা কোনো প্রশ্নের উত্তর দেননি। সাংবাদিকরা চিৎকার অনেক প্রশ্ন করেন। সেগুলোর জবাব দেননি কেউই।
এমএ//