ধর্ম

রাজধানীতে ৩ দিনব্যাপী হজ-ওমরাহ মেলা শুরু

ছবি: বাসস

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মেলা চলবে  আগামী শনিবার (১৬ আগস্ট) পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) যৌথভাবে কাজ করছে। ফলে গেল মৌসুমে হাজিদের কাছ থেকে কোনো অভিযোগ আসেনি। ২০২৬ সালের হজ সফল করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মিনায় পানি সংকট, নিম্নমানের বিছানা এবং খাবারের মান উন্নয়নে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে বলেও আশ্বাস দেন তিনি।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, মেলায় হাজিরা বিভিন্ন হজ প্যাকেজ সরাসরি যাচাই করে এজেন্সির সঙ্গে চুক্তি করতে পারবেন মধ্যস্বত্বভোগীর ঝামেলা ছাড়াই। নির্বাচিত প্যাকেজে মিলছে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বিশেষ ছাড়।

এছাড়াও তিনি জানান, ২০২৬ সালের হজ রোডম্যাপে বাধ্যতামূলক ক্যাটারিং সার্ভিস ও মুয়াল্লিমের মাধ্যমে বাসা ভাড়ার নিয়ম হাজিদের খরচ বাড়াতে পারে, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।

মেলায় অংশ নিচ্ছে দেশের সব হজ এজেন্সি, ধর্ম মন্ত্রণালয়, হজ কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকসহ মোট ১৫৪টি প্রতিষ্ঠান। এখানে হাজিরা হজ সংক্রান্ত তথ্য, সেবা ও প্রাথমিক নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

১৬ আগস্ট বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই হজ-ওমরাহ মেলার সমাপ্তি হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #হজ #হজ মেলা #হজ ওমরাহ মেলা #ওমরাহ