সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ থেকে শত কোটি টাকার পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের অবহেলার অভিযোগ তুলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৩ আগস্ট) দুদকের সিলেট কার্যালয়ের একটি দল সাদাপাথর এলাকা পরিদর্শন করে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাত।
তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় প্রশাসনের আরও সতর্ক ও কার্যকর ভূমিকা রাখা উচিত ছিল। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোরও লুটপাট ঠেকাতে উদ্যোগ নেওয়া দরকার ছিল।
দুদকের উপপরিচালক বলেন, সাদাপাথর থেকে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ লুট হয়েছে, যা পর্যটকদের হতাশ করছে।
পাথর লুটের সঙ্গে কারা জড়িত, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আশপাশের অনেক স্টোন ক্রাশার মিলে এখান থেকে পাথর নিয়ে ভাঙা হয়। আমরা জানতে পেরেছি, এই লুটের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী এবং আরও উচ্চপর্যায়ের অনেকে জড়িত।
দুদকের দল জানায়, পরিদর্শনের প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা এই লুটের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//