প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া মালদ্বীপে এবার ঘুরতে গেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার সঙ্গে রয়েছেন স্বামী সনি পোদ্দারও। মালদ্বীপের নীল জলরাশি আর শান্ত পরিবেশে মিম-সনি দম্পতি বেশ ভালো সময় কাটাচ্ছেন। এই সফরের কয়েকটি ছবি মিম নিজে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
কাজের ব্যস্ততা মাঝে মিম প্রায়ই নিজেকে অবকাশ যাপনে সময় দেন। কখনও একা আবার কখনো পরিবারের সাথে। এবার মালদ্বীপের শান্ত পরিবেশে স্বামী সনির সঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন তিনি।
মিম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তাদের হাস্যোজ্জ্বল কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন।

ফেসবুক পোস্টের ক্যাপশনে মিম লিখেছেন, "আমাদের ভালোবাসা সমুদ্রের মতো গভীর" যার মাধ্যমে তিনি তাদের সম্পর্কের গভীরতা ও সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। মিমের এই পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়ে নেয় এবং প্রায় ১০ হাজার রিয়্যাক্ট ও ২৫০টিরও বেশি কমেন্ট পায়।
এক ভক্ত মিমের দম্পতির ছবি দেখে মন্তব্য করেন, “দুজনকে অনেক সুন্দর লাগছে” আর অন্য এক ভক্ত লেখেন, “স্বপ্নের মতো সুন্দর।”
এসকে//