জাতীয়

শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড চালু করা হবে

যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে দুর্ঘটনা ঘটেএসময় নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরবিদায় নেন শিক্ষিকা মেহরিন চৌধুরী। সাহসী এই শিক্ষিকার নামে একটি অ্যাওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ অ্যাওয়ার্ডটি শিক্ষকদের দেয়া হবে।

এর আগে সকাল সাড়ে ১০টায়  মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। দুপুরে এ বৈঠক শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রেস সচিব