বন্দর নগরী চট্টগ্রামে রাতভর বৃষ্টিপাত হয়েছে। এতে নগরীর অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ ভেঙে পড়ে। ফলে বন্ধ হয়ে যায়, সড়কের একপাশের যান চলাচল।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।
ব্রিজ ভেঙে একপাশের রাস্তা বন্ধ হওয়ায় ধীরগতিতে চলছে যানবাহন। ফলে অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গেল ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রাম নগরীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া ভারী বর্ষণের ফলে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েন পথচারীরা। বৃষ্টির ফলে সড়কে যানবাহনের পরিমাণ কম থাকায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নগরবাসীকে।
এমএ//