আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলতি বছরেই দেশে ফিরতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বর নাগাদ তিনি দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর।
বুধবার (০৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ূন কবীর জানান, ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেই তারেক রহমানের দেশে ফেরা হতে পারে।
এছাড়া জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসনের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়।
এর আগে ১৩ জুন, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছিলেন তারেক রহমান। সেখানে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার পর বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যে কিছুটা আস্থা ফিরে আসে।
হুমায়ূন কবীর আরও বলেন, বিএনপির নেতাদের সঙ্গে আন্তর্জাতিক সংযোগের ওপর যেসব বাধা আগে ছিল, ক্ষমতা বদলের পর তা অনেকটাই কেটে গেছে। এখন বিভিন্ন রাষ্ট্র ও সংস্থা তাদের সঙ্গে যোগাযোগে আগ্রহ দেখাচ্ছে।
এমএ//