আকাশ যেন কিছুটা রুদ্র, বাতাসে বইছে অস্থিরতার সুর। আজ দুপুরের মধ্যেই দেশের এক ডজন জেলার ওপর দিয়ে ছুটে আসতে পারে ঝড়ো হাওয়া। সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি, প্রকৃতি জানিয়ে দিচ্ছে নিজের রূপ বদলের বার্তা।
বুধবার (০৬ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম—এই ১২টি জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এসি//